ঢাকা | বঙ্গাব্দ

রবিবার লেবানন থেকে আরও ৭০ জন বাংলাদেশি দেশে ফিরবেন

লেবানন থেকে ৭ম দফায় রবিবার ৩ রা নভেম্বর আরও
  • আপলোড তারিখঃ 01-11-2024 ইং
রবিবার লেবানন থেকে আরও ৭০ জন বাংলাদেশি দেশে ফিরবেন ছবির ক্যাপশন: রবিবার লেবানন থেকে আরও ৭০ জন বাংলাদেশি দেশে ফিরবেন
কূটনৈতিক করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

লেবানন থেকে ৭ম দফায় রবিবার ৩ রা নভেম্বর আরও ৭০ জন বাংলাদেশি দেশে ফিরবেন।গতকাল শুক্রবার ১ লা নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।দূতাবাস জানায় লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট,আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে,তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।আগামী ৩ রা নভেম্বর ৭০ জনের সপ্তম গ্রুপটি বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

উল্লেখ্য লেবানন থেকে এখনও পর্যন্ত ২৬৮ জনকে দেশে ফেরত এনেছে সরকার।এর মধ্যে গত ২১ শে অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন,২৩ অক্টোবর ২টি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন।৪র্থ দফায় ফিরেছেন ৩০ জন।৫ম দফায় ফিরেছেন ৩৬ জন।৬ষ্ঠ দফায় ৫২ জন দেশে ফিরেছেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ