ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে মারধর,প্রতিবাদে মহানন্দা সেতুর টোল প্লাজায় আগুন

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের জেরে
  • আপলোড তারিখঃ 02-10-2024 ইং
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে মারধর,প্রতিবাদে মহানন্দা সেতুর টোল প্লাজায় আগুন ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে মারধর,প্রতিবাদে মহানন্দা সেতুর টোল প্লাজায় আগুন
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের জেরে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।অদ্য বুধবার ২ রা অক্টোবর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম মো: হুজাইফা। তিনি ইলেকট্রনিক্স বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান বুধবার বিকেলে মোঃ হুজাইফার সঙ্গে টোল আদায়ে নিয়োজিত কর্মীদের কথা কাটাকাটি হয়।একপর্যায়ে টোল আদায়দের লোকজন হুজাইফাকে মারধর করেন।এসময় একদল বিক্ষুব্ধ জনতা টোল প্লাজায় আগুন ধরিয়ে দেন।এছাড়া পাশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করেন।এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন। এতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পরে সন্ধ্যা ৬টার দিকে প্রশাসন হস্তক্ষেপে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহা সড়কটি যান চলাচলের স্বাভাবিক  হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ