নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
শুধু চাকরি নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়,উদ্যোক্তা তৈরিসহ শিক্ষাকে জীবনমুখী করতে কারিকুলামে পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার।অদ্য শনিবার ২৩ শে নভেম্বর রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল ইউনিভার্সিটির সাবেক ক্যাম্পাসে জেন বাংলাদেশের উদ্যোগে "গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশিপ উইক ২০২৪ ইং"-এর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন স্বৈরাচার সরকার শিক্ষাকে চাপিয়ে দেয়ার কারণে শিক্ষা কারিকুলাম পিছিয়ে গেছে।শিক্ষা ব্যবস্থা জাতিকে স্টুপিড বানিয়ে ফেলেছে।এতে করে দেশের মানুষ চাকরি ছাড়া আর কোনো কিছু ভাবতে পারে না।তাই প্রাইমারি থেকেই শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে মানসিকভাবে গড়ে তোলা প্রয়োজন।তিনি বলেন ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে উদ্যোক্তারা সফল হতে পারেনি।ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি সেটা হতে দেয়নি।তারা "চিরস্থায়ী বন্দোবস্ত" দিয়ে কৃষিকে ধ্বংস করেছে।একটি শ্রেণি তৈরি করেছিল সেটা হলো কেরানি শ্রেণি।১৯৪৭ ও ১৯৭১ ইং সালে ২বার স্বাধীন হওয়ার পরও ওই লিগেসি রয়ে গেছে।সেখান থেকে এখনও বের হওয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে,এটি খুব ভালো খবর।তবে উদ্যোক্তারা বেশিরভাগ বিদেশে চলে যান।তাদেরকে দেশে ধরে রাখার জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ দেশের জন্য তাদেরকে বেশি প্রয়োজন।