ঢাকা | বঙ্গাব্দ

শুধু খুনি-চোর দের দোসর না,মানসিক ভাবেও কত নোংরাঃ শবনম ফারিয়া

তারকারা প্রায়শ সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত
  • আপলোড তারিখঃ 05-11-2024 ইং
শুধু খুনি-চোর দের দোসর না,মানসিক ভাবেও কত নোংরাঃ শবনম ফারিয়া ছবির ক্যাপশন: শুধু খুনি-চোর দের দোসর না,মানসিক ভাবেও কত নোংরাঃ শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল। 

তারকারা প্রায়শ সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের নানা আপডেট ও কাজের বিষয় শেয়ার করে থাকেন।কখনও আবার সামাজিক কোনো ইস্যু বা নিজের সাথে সংশ্লিষ্ট ঘটনা নিয়েও ফেসবুকে পোস্ট করে থাকেন নিয়মিত।সম্প্রতি অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকে নিজ হতাশার কথা লিখেছিলেন।সেখানে অনেকেই এসে এই অভিনেত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বসে।এরই প্রতিক্রিয়া ফের ক্ষোভ প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে।লিখলেন "আপনারা যে শুধু খুনি/চোর দের দোসর না,মানসিক ভাবেও কত নোংরা সেইটা কমেন্ট গুলো পড়ার পরেই বুঝা গেলো।

শবনম ফারিয়া বলেন "রাজনীতি বিষয়ক আমি ভেবেছিলাম আর কোনো মন্তব্য করবো না,কিন্তু শেষ বার একটা কথা বলে বন্ধ করবো ।কিছু পোলাপান এর সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্টিভিটিস দেখে মনে হলো হেলমেট পরে রাস্তা ঘাটে আর মারামারি না করতে পারার ফ্রাস্ট্রেশন মানুষের কমেন্ট বক্সে এসে কমেন্টে আঙ্গুল দিয়ে মারামারি করে সেইটা কমানোর চেষ্টা করছে আজকাল ! 

আক্রমণকারীদের উদ্দেশ্যে বলেন ভাই এইসব ফালতু নোংরা কমেন্ট না করলে অন্তত সিম্পেথি পাইতেন,আপনারা যে শুধু খুনি/চোর দের দোসর না, মানসিক ভাবেও কত নোংরা সেইটা কমেন্ট গুলো পড়ার পরেই বুঝা গেলো। খারাপ সময়ে মানুষ আরো ডাউন টু আর্থ হন আর আপনারা দল বেঁধে আরো  অ্যারোগেন্সি দেখাচ্ছেন,এই অ্যারোগেন্স এর জন্যই আজকে আপনাদের এই অবস্থা! মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না"।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ