মোঃ মানিক মিয়া,ভ্রাম্যমান করেসপন্ডেন্ট।
রংপুরে "৭১ বাংলা টিভি" রংপুর ব্যুরো-মোঃ মাসুদুর রহমান মাসুম ও "দৈনিক নাসা নিউজ" এর ভ্রাম্যমান প্রতিনিধি-মোঃ মানিক মিয়া,এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।৭১ বাংলা টিভির রংপুর ব্যুরো প্রতিনিধি এবং দৈনিক নাসা নিউজ এর ভ্রাম্যমান প্রতিনিধি একত্রে একটি চায়ের দোকানে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।এসময় তারা বর্তমান সংবাদ পরিস্থিতি এবং স্থানীয় সংবাদ কাভারেজ বিষয়ে মতবিনিময় করেন।
এই সাক্ষাৎ তাদের পেশাগত সম্পর্কে আরও মজবুত করবে এবং ভবিষ্যতে একসাথে কাজ করার সম্ভাবনা তৈরি করবে বলে তারা আশা প্রকাশ করেন।এই সাক্ষাৎকে কেন্দ্র করে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একে অপরের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে একে অপরের সহযোগিতা পাবার আশা ব্যক্ত করেন।