বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব)-২।আজ বুধবার ১৩ ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব)-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ শে জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হয় নাহিদুল ইসলাম।ঐ ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামী সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।