ঢাকা | বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে
  • আপলোড তারিখঃ 06-11-2024 ইং
ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।অদ্য বুধবার ৬ ই নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।শুভেচ্ছা বার্তায় ড.ইউনূস বলেন ২০২৪ ইং সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ে আপনাকে আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।আপনাকে ২য় মেয়াদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করায় এটাই প্রতিফলিত হবে যে আপনার নেতৃত্ব ও দূরদর্শিতা যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে অনুরণিত হয়েছে।আমার দৃঢ় বিশ্বাস,আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করা অব্যাহত রাখবে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে টেকসই উন্নয়নের কাজ করতে উন্মুখ হয়ে আছেন জানিয়ে ড.ইউনূস বলেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অসংখ্য ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে।আমাদের অংশীদারত্ব আরও জোরদার করতে এবং নিরন্তর উন্নয়নের জন্য একসাথে কাজ করার অপেক্ষায় রয়েছি আমি।দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি,আমাদের দুটি বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারত্বের নতুন নতুন পথ অন্বেষণের লক্ষ্যে কাজ করে চলেছে।

একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের সাথে একত্রিত হয়ে সবার জন্য শান্তি,সম্প্রীতি,স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদার হতে ও সহযোগিতা করতে আগ্রহী বলে জানান প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনূস।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ