ঢাকা | বঙ্গাব্দ

ঘুঘরারকুটি মোহেব্বীয়া দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা'র উদ্যোগে দোয়া ও ওয়াজ মাহফিল

ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলা
  • আপলোড তারিখঃ 09-11-2024 ইং
ঘুঘরারকুটি মোহেব্বীয়া দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা'র উদ্যোগে দোয়া ও ওয়াজ মাহফিল ছবির ক্যাপশন: ঘুঘরারকুটি মোহেব্বীয়া দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা'র উদ্যোগে দোয়া ও ওয়াজ মাহফিল
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট। 

ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলা বাহারে শরীয়ত, মাখজানে হাকিকত মোজাদ্দিদে জামান শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মোহেববুল্লাহ (রহঃ) এঁর রুহের মাগফিরাত উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলার ৭ নং মহেন্দ্রনগর ইউনিয়ন ঘুঘরারকুটি ভোলার চওড়ায় ঘুঘরারকুটি মোহেব্বীয়া দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা'র উদ্যোগে দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ৮ ই নভেম্বর ২০২৪ইং বাদ আসর গড়িয়ে রাতে ঘুঘরারকুটি মোহেব্বীয়া দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা'র মাঠে প্রথম পর্যায়ে ইসলামি আলোচনা করেন হযরত পীর সাহেব কেবলা’র সফরসঙ্গী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।অত্র মাদ্রাসা'র সভাপতি মাওলানা মুহাম্মদ রুহুল আমীন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তৃতায় ছিলেন আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন ( মাঃ জিঃ আঃ) গদ্দিনশীন পীর সাহেব ছারছীনা দরবার শরীফ।

ওয়াজ ও দোয়া মাহফিলে  উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা'র সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান নূর,অত্র মাদ্রাসা'র সহসভাপতি মাওলানা মুহাম্মদ আবু সাঈদ মিঞা,চেয়ারম্যান শাহ্ আলী পরিবহন মোঃ ফরিদ হোসেন, প্রধান শিক্ষক ঘুঘরারকুটি দীনিয়া মাদ্রাসা'র মাওলানা মুহাম্মদ জাহানুর রহমানসহ প্রায় ২ হাজার মুসল্লীরা মনোযোগ সহকারে ওয়াজ ও দোয়া মাহফিল শুনে হুজুরের বক্তব্যে মুগ্ধহন।এসময় বিদ্যাবাগীশ সদর লালমনিরহাটের মোঃ আবু তাহের আলীর পুত্র অত্র মাদ্রাসা'র ছাত্র,হেফজ শাখা হাফেজ হলে পাগরী পরিয়ে দেন পীর সাহেব।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ