ঢাকা | বঙ্গাব্দ

আগামীকাল থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

আগামীকাল, থেকে, ট্রেন, ফিরতি ,যাত্রা, টিকিট , বিক্রি ,শুরু
  • আপলোড তারিখঃ 09-06-2024 ইং
আগামীকাল থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট  বিক্রি শুরু ছবির ক্যাপশন: আগামীকাল থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।


ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামীকাল সোমবার ১০ ই জুন থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট  বিক্রি শুরু হবে।যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।১০ ই জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে।পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।


পরিকল্পনায় আরো বলা হয় ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ২০ ই জুনের আসন বিক্রি হবে ১০ ই জুন ২১ ই জুনের আসন বিক্রি হবে ১১ ই জুন  ২২ ই জুনের আসন বিক্রি হবে ১২ জুন,২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ ই জুন এবং ২৪ শে জুনের আসন বিক্রি হবে ১৪ ই জুন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ