ঢাকা | বঙ্গাব্দ

রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন হাজী সেলিম,চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন

ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে
  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং
রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন হাজী সেলিম,চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন ছবির ক্যাপশন: রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন হাজী সেলিম,চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন।তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।গতকাল মঙ্গলবার ৩ রা সেপ্টেম্বর রাত পৌনে ১২ টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতাল (ঢামক)'র নতুন ভবনে ভর্তি করা হয়েছে।গত সোমবার ২ রা সেপ্টেম্বর হাজী মোহাম্মদ সেলিমকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।রিমান্ড আবেদনে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে গত ১৮ ই জুলাই সন্ধ্যা ৬টায় লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় ২০ তলা ভবনের সাত নম্বর বিল্ডিংয়ের পাশে রাস্তার ওপরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড,টিয়ারশেল,রাবার বুলেট ও গুলি বর্ষণ করা হয়।ঘটনাস্থলে ইফতি,জুবায়ের,তানভীর,ইসমাইলসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা আহত হয়।তাদের মধ্যে বাদীর ছেলে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

আরও বলা হয় আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও কৌশলে বিভিন্ন তথ্য গোপন করাসহ এড়িয়ে যাচ্ছেন। আসামীকে ঘটনার বিষয়ে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।এমতাবস্থায় মামলাটি সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটন, অপরাপর পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য ১০ দিনের পুলিশি রিমান্ডের একান্ত প্রয়োজন।গত ১ লা সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর বংশাল থানাধীন এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়েছে।

খালিদ হাসান সাইফুল্লাহ মারা যাওয়ার ঘটনায় তার বাবা কামরুল হাসান গত ১৯ শে আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামী করা হয়।এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ ইং সালে ১৩ বছরের সাজা হয় হাজী সেলিমের।পরে ২০২২ ইং সালে এই সাজা কমিয়ে ১০ বছর করেন হাইকোর্ট। 






নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ