ঢাকা | বঙ্গাব্দ

অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবেঃ উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

  • আপলোড তারিখঃ 13-11-2024 ইং
অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবেঃ উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ছবির ক্যাপশন: অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবেঃ উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

গণপূর্ত মন্ত্রণালয় চিঠি দিলেও আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।আজ বুধবার ১৩ ই নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।মোস্তফা সরয়ার ফারুকী বলেন "আগামী বছরের বইমেলা শুধু বাংলা একাডেমি প্রাঙ্গণে করতে গণপূর্ত মন্ত্রণালয় চিঠি দিলেও আগের মতোই সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজনের বিষয়েও কাজ চলছে।আশা করি সোহরাওয়ার্দীতেই হবে"। 

তিনি বলেন "আগামী ১৫ ই নভেম্বর সব জেলাতে গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে যে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল,সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনভাবে কাজের সুযোগ সৃষ্টির ঘোষণায় তা প্রত্যাহার করা হয়েছে"।সংস্কৃতি উপদেষ্টা ফারুকী আরও বলেন নতুন বাংলাদেশকে নিয়ে একটি ছবি তৈরির কথা ভাবা হচ্ছে।গত ১৫ বছর মুক্তিযুদ্ধকে আড়াল করে রাখা হয়েছিল।পনেরো বছর অনেক দুঃশাসন হয়েছে।হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে।শিল্পকলা একাডেমি এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।গত ষোল বছর দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্থবিরতা ছিল।জুলাই স্পিড নিয়ে আগামী দুই তিনদিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।  

উল্লেখ্য আগে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণেই হতো। তবে প্রকাশক ও দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত প্রায় ১ দশক ধরে একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও মেলার স্টলগুলো বসে।তবে গত ৬ ই নভেম্বর বাংলা একাডেমিকে দেওয়া এক চিঠিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায় ২০২৫ ইং সালের অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে নয়, একাডেমি প্রাঙ্গণে করতে হবে।  

১৯৮৪ ইং সাল থেকে বাংলা একাডেমি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে অমর একুশে গ্রন্থমেলা নাম দিয়ে ধারাবাহিকভাবে মেলা পরিচালনা করছে।২০২১ ইং সাল থেকে মেলার  প্রাতিষ্ঠানিক নামকরণ করা হয় অমর একুশে বইমেলা। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ