নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
পবিত্র হজ্বে গিয়ে আরো ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশির নিহত হয়েছে।অদ্য বুধবার ২৯ শে মে দুপুর পর্যন্ত ৮ বাংলাদেশি মৃত্যু বরন করেছেন বলে হজ্ব বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
যারা মৃত্যু বরন করেছেন তারা হলো গত রবিবার ২৬ শে মে মৃত্যু বরন করেন কক্সবাজার জেলার জামাল উদ্দিন ও কুমিল্লার আলী এমাম ভূইয়া,শনিবার ২৫ শে মে ঢাকা জেলার শাজাহান,বৃহস্পতিবার ২৩ শে মে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোঃ ইদ্রিস (৬৪),ও ঢাকা জেলার নওয়াবগঞ্জের মোঃ মোর্তাজুর রহমান খান (৬৪),বুধবার ২১ শে মে মারা গেছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরির মোঃ লুতফর রহমান (৬৫),শনিবার ১৮ ই মে মারা গেছেন ভোলা জেলার ভোলা সদরের মোঃ মোস্তফা (৮৯) এবং ১৫ ই মে মারা গেছেন নেত্রকোনা জেলার কেন্দুয়ার মোঃ আসাদুজ্জামান (৫৭)।