ঢাকা | বঙ্গাব্দ

তোষামদকারী শিল্পী ও কলাকুশলীদের প্রকাশ্যে আসার আহবান জানিয়েছেন ওমর সানী

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর
  • আপলোড তারিখঃ 16-10-2024 ইং
তোষামদকারী শিল্পী ও কলাকুশলীদের প্রকাশ্যে আসার আহবান জানিয়েছেন ওমর সানী ছবির ক্যাপশন: তোষামদকারী শিল্পী ও কলাকুশলীদের প্রকাশ্যে আসার আহবান জানিয়েছেন ওমর সানী
বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপেনে থাকা দলটির তোষামদকারী শিল্পী ও কলাকুশলীদের প্রকাশ্যে আসার আহবান জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।গতকাল মঙ্গলবার ১৫ ই অক্টোবর সকালে "ওমর সানী ভ্লগস" ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ আহবান জানান তিনি।প্রায় সাড়ে চার মিনিটের ভিডিওর প্রথমেই ওমর সানী বলেন "যারা ফিল্ম ও সংগীত আর্টিস্ট,আজ তাদের নিয়ে কথা বলব। সরকার পতনের পর যারা পালিয়ে আছো,লোকান্তরে আছো, তাদের উদ্দেশে বলছি কথাগুলো।তোমাদের তো পালিয়ে থাকার প্রয়োজন নেই।তোমরা দল করেছো, দলের সাথে জড়িত ছিলে।মাঝে-মধ্যে কিছু পকপক করেছ,এই যা..।মার্ডার করো নাই,মার্ডার করছো? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছো? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার থেকে প্রকাশ্যে এসে কথা বলা উচিত।হয়তো কিছু মানুষ গালি দিবে,তা সহ্য করতে হবে।কিছু মানুষ বিদ্রূপ করবে। কিন্তু তোমাদের ভুলগুলো, দোষগুলো স্বীকার করতে হবে"।

এ অভিনেতা আরও বলেন "পালিয়ে না থেকে আমার কাছে মনে হয় প্রকাশ্যে এসো তোমরা,বলো যে আমরা অমুকটা করেছি,যা ঠিক হয়নি।অপরাধ করে থাকলে বিচার হবে,বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো।আমার কাছে মনে হয় না তোমাদের যে অপরাধ,সেজন্য ফাঁসি হবে।যারা কাপুরুষ,তারা পালিয়ে থাকে।তোমরা শিল্পীরা পালিয়ে থাকবে না"।তিনি বলেন "আমার ফিল্মের সহকর্মী,আর্টিস্ট টেকনিশিয়ানস তোমরা যারা পালিয়ে আছো,তোমাদের তো পালিয়ে থাকার প্রয়োজন নেই।প্রকাশ্যে চলে আসো।প্রয়োজনে জেলে যাও।জেলে তো রাষ্ট্রপ্রধান,প্রধানমন্ত্রী,মন্ত্রী,এমপি থেকে শুরু করে আমাদের মতো সাধারণ মানুষ অনেকেই যায়"।

তিনি আরও বলেন "পালিয়ে থাকার থেকে জেলখানায় থাকাও ভালো।এ জন্যই বলি পালিয়ে থাকার থেকে প্রকাশ্যে এসে মানুষের সাথে কথা বলো। ধরা দাও,প্রয়োজনে জেলে যাও।আমার দৃষ্টিতে এটাই বলে তবে কার দৃষ্টিতে কী বলবে তা জানি না আমি। আমার মনে হয়েছে,তোমাদের উদ্দেশে এ কথাগুলো বলা উচিত; আমি বললাম এবং প্রকাশ্যেই বললাম, কিন্তু কে কী ভাবছেন তা জানি না আমি"।

এই চিত্রনায়ক বলেন একটা জিনিস তো সত্য,যে যে লাইনের মানুষ সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফট কর্নার কাজ করে।আমরা কেউ দোষের ঊর্ধ্বে না।আমরা মহামানবও না, নবীও না,কোনো ওলী-আল্লাহ বা দরবেশও না, আবার শয়তানও না। আমরা হচ্ছি নবীর (সাঃ) উম্মত। আমাদের দোষ থাকতে পারে। কেউই দোষের ঊর্ধ্বে না।এ জন্য আত্মগোপনে থেকে লাভ নেই। প্রকাশ্যে এসে সবার সঙ্গে মিশো এবং নিজের ভুল অনুভব করো।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ