ওয়াদুদ আহমেদ,কালীগঞ্জ,লালমনিরহাট।
কুড়িগ্রাম সরকারি কলেজের গনিত বিভাগ কর্তৃক আয়োজিত বিএসসি আনার্স ৪র্থ বর্ষ (২০১৮-১৯)ইং সেশনের বিদায় অনুষ্ঠান ২০২৪ ইং অনুষ্টিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন,অধ্যক্ষ কুড়িগ্রাম সরকারি কলেজ,বিশেষ অথিতি হিসাবে ছিলেন, প্রোফেসর মোঃ আতাউল হক খান চৌধুরী,উপাধ্যক্ষ,কুড়িগ্রাম সরকারি কলেজ,এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমান খান সম্পাদক,শিক্ষক পরিষদ, কুড়িগ্রাম সরকারি কলেজ।
অনুষ্ঠানের সন্মানিত সভাপতি জনাব মোঃ সাজ্জাদুর রহমান,বিভাগীয় প্রধান,গনিত বিভাগ,কুড়িগ্রাম সরকারি কলেজ এবং আনান্য শিক্ষক মন্ডলী।অনুষ্ঠানের ১ম পর্যায়ে ফুলের তোড়া দিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ কে স্বাগত করা হয়।এরপরে অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে অনুমতি নিয়ে অনুষ্ঠানটি কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।
শিক্ষর্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান এবং দিকনির্দেশনা মূলক কথা তুলে ধরেন সম্মানিত শিক্ষকমন্ডলী।শিক্ষার্থীদের উদ্দেশ্যে সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় দিকনির্দেশনা মূলক কথা তু লে ধরেন।এরপরে বিদায়ী শিক্ষার্থীর পক্ষ থেকে প্রতিষ্ঠান এ উপহার সামগ্রি দেয়া হয়।সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।