মোঃ হুমায়ুন কবির,করেসপন্ডেন্ট,মনোহরদী,নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে ফজলু মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।অদ্য শনিবার ১৬ ই নভেম্বর সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ফজলু মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের চরমনতলা গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে।তিনি স্থানীয় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে রাখা অটো-রিকসা চুরি করতে যান ফজলু মিয়া।এ সময় তার স্ত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। সকালে ফজলু মিয়ার মৃত্যু হয়।পরে আমির হোসেনের অটো-রিকসা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলে স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথে কোচেরচর মকসুদ আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে পৌঁছালে নিথর দেহ রিকশা থেকে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে রিকশাচালক আমির হোসেনকে আটক করে থানায় খবর দেন।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।