ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুষ্টিয়ার মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ ইং মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
  • আপলোড তারিখঃ 30-06-2024 ইং
কুষ্টিয়ার মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন: কুষ্টিয়ার মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ আশিক আলী কুষ্টিয়া,মিরপুর,কুষ্টিয়া।


কুষ্টিয়ার মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ ইং মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।অদ্য রবিবার ৩০ শে জুন সকালে উপজেলা কৃষি অফিসের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম।


উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা অতিরিক্ত কৃষি  অফিসার মতিয়র রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান ওই সময় ২০২৪-২৫ ইং মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২০০০ ইং জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।কৃষি প্রণোদনার মধ্যে ছিল ৫ কেজি উফশী জাতের ধান বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ