ঢাকা | বঙ্গাব্দ

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ১৪৪টি অস্ত্র উদ্ধার,৬৪ গ্রেফতার

অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে এখন
  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ১৪৪টি অস্ত্র উদ্ধার,৬৪ গ্রেফতার ছবির ক্যাপশন: অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ১৪৪টি অস্ত্র উদ্ধার,৬৪ গ্রেফতার
স্টাফ রিপোর্টার।

অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে এখন পর্যন্ত ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।এসব অস্ত্র রাখার অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।গতকাল শক্রবার পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ সদর দপ্তর হতে গতকাল শুক্রবার ১৩ ই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছেঃ- ৮টি রিভলবার,পিস্তল ৪১টি,রাইফেল ১১টি,শটগান ১৭টি,পাইপগান ৫টি,শুটারগান ১৯টি,এলজি ১০টি,বন্দুক ২২টি, একে-৪৭-১ একটি,গ্যাসগান একটি,চাইনিজ রাইফেল একটি,এয়ারগান একটি,টিয়ার গ্যাস লঞ্চার একটি,এসএমজি তিনটি  ও এসবিবিএল ৩টি।উল্লেখ্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী,পুলিশ,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,কোস্টগার্ড এবংর‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)  কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ অভিযান অব্যাহত আছে।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ