ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে লিফট বিকল হয়ে আটকা পড়ে ৬ ছাত্রী,৪ জনকে অচেতন অবস্থায় উদ্ধার

গাজীপুর, লিফট, বিকল , আটকা,ছাত্রী,জন, অচেতন ,অবস্থা,উদ্ধার
  • আপলোড তারিখঃ 17-05-2024 ইং
গাজীপুরে লিফট বিকল হয়ে আটকা পড়ে ৬ ছাত্রী,৪ জনকে অচেতন অবস্থায় উদ্ধার ছবির ক্যাপশন: গাজীপুরে লিফট বিকল হয়ে আটকা পড়ে ৬ ছাত্রী,৪ জনকে অচেতন অবস্থায় উদ্ধার

জেলা করেসপন্ডেন্ট,গাজীপুর।

গাজীপুরে ১টি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে লিফট বিকল হয়ে আটকা পড়ে ছয় ছাত্রী।২০/২২ মিনিট অবরুদ্ধ ছিল তারা লিফটে। এতে লিফটে ৩জন ও উদ্ধারের পর আরও একজন অসুস্থ হয়ে জ্ঞান হারায়।গতকাল বৃহস্পতিবার ১৬ ই মে দুপুরে গাজীপুর জেলা শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।আটকে পড়া ৮ম শ্রেণির এক ছাত্রী জানায় স্কুল ছুটির পর পঞ্চম তলা থেকে লিফটে সে নিচে নামে।টিফিন খেয়ে অতিরিক্ত ক্লাসের  জন্য ১২টা ৪২ মিনিটে ৫ সহপাঠীকে নিয়ে তারা আবার লিফটে ওঠে। ২য় ও ৩য় তলার মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ বিদ্যুৎ চলে গেলে লিফট আটকে যায়।এ সময় লিফটের ভেতরে অন্ধকার হয়ে যায় এবং তারা চিৎকার দিতে শুরু করে।স্কুল কর্তৃপক্ষ লিফট ৩য় তলায় নিয়ে তাকে উদ্ধার করে।তখন বেলা ১টার ও বেশি বাজে।


ভুক্তভোগী ছাত্রী আরও বলেন লিফটের ভেতরে তাদের শ্বাস নিতে খুবই সমস্যা দেখা দেয়।এ সময় তাদের তিন সহপাঠী লিফটের মধ্যে জ্ঞান হারায়। লিফট থেকে বের হওয়ার পর সে নিজেও জ্ঞান হারায়। পরে তাদের মাথায় পানি দিয়ে সুস্থ করে তোলা হয়।অন্যান্য শিক্ষার্থীরা জানায়, প্রতিষ্ঠানটিতে কোনো লিফটম্যান নেই। লিফটের আকারও ছোট।জেনারেটরটি ম্যানুয়াল।বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী তলায় থামার ডিভাইস লিফটিতে বসানো নেই।প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে সায়লা ফারজানা বলেন লিফটে স্বয়ংক্রিয় ডিভাইস নেই।শিগগির লিফট পরিবর্তনের ব্যবস্থা নেয়া হবে।


স্কুলের প্রশাসনিক কর্মকর্তা বাবলু রহমান বলেন ছাত্রীরা লিফটে ওঠার কয়েক মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে যায়।বিষয়টি দেখে তিনি দ্রুত জেনারেটর চালু করতে বলেন।কিন্তু জেনারেটরটি চালু হচ্ছিল না।তিনি নিজে চেষ্টা করে ব্যর্থ হন।পরে তিনি ইন্টারকমে আটকে পড়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভয় না পেতে বলেন এবং দ্রুত উদ্ধারের আশ্বাস দেন।পরে চাবি দিয়ে ৩য় তলায় গিয়ে লিফটের দরজা খুলে দেখেন, দ্বিতীয় ও তৃতীয় তলার মাঝামাঝি আটকে আছে।পরে লিফট টেনে ৩য় তলায় এনে তাদের উদ্ধার করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ