ঢাকা | বঙ্গাব্দ

ফরিদগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হলেন মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম)

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার নতুন অফিসার
  • আপলোড তারিখঃ 27-11-2024 ইং
ফরিদগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হলেন মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম) ছবির ক্যাপশন: ফরিদগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হলেন মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম)
বিশেষ প্রতিবেদক,ফরিদগঞ্জ,চাঁদপুর। 

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হলেন আলোচিত নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম)।অদ্য ২৭ শে নভেম্বর মঙ্গলবার চাঁদপুর পুলিশ সুপার আব্দুর রকিবের পাঠানো এক বার্তায় মোহাম্মদ শাহ্ আলমকে ফরিদগঞ্জ থানার নবাগত ওসি হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করেন।ফরিদগঞ্জ থানা সূত্রে জানা গেছে মোহাম্মদ শাহ্ আলম ২০১০ ইং সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।এরপর তিনি দেশের বিভিন্ন থানায় সুনামের সাথে চাকরি করে আসছেন।তিনি ফেনী জেলায় পিবিআই এ কর্মরত ছিলেন।ফেনীতে কর্মরত থাকা অবস্থায় আলোচিত নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন।তিনি গত ১৭ ই অক্টোবর ফরিদগঞ্জ থানায় তদন্ত ওসি হিসেবে যোগদান করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পঙ্কজ কুমার দে বলেন মোহাম্মদ শাহ্ আলম আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের আস্তা ও জনস্বার্থে পুলিশি দায়ীত্ব সঠিক ভাবে পালন করায় তাকে পূর্নাঙ্গ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।আমি আশা করছি শাহ্ আলম আগামী দিনের মতো ধারাবাহিকতা বজায় রখবেন।এ বিষয়ে ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম বলেন আমি ফরিদগঞ্জবাসির কাছে সহযোগিতা কামনা করছি।আমি ফরিদগঞ্জবাসিকে সঠিক আইনি সেবা প্রদান করবো।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ