ঢাকা | বঙ্গাব্দ

ভুটান বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল

ভুটান, বাংলাদে‌শি ,পর্যটক,জন্য ,ভ্রমণ ,ফি ,কমাল
  • আপলোড তারিখঃ 03-06-2024 ইং
ভুটান বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ছবির ক্যাপশন: ভুটান বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল

সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।


বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান।দেশ‌টি ভ্রমণে এখন থেকে প্রতি‌দিন বাংলাদে‌শিদের ১৫ মা‌র্কিন ডলার ফি দিতে হবে,যা আগে ২০০ ডলার ছিল।নতুন ফি ২ জুন থে‌কে কার্যকর করা হয়েছে।অদ্য সোমবার ৩ রা জুন ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে এ তথ্য জা‌নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে দেশ‌টি বাংলাদেশি পর্যটকদের জন্য নীতি সংশোধন করেছে।নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এস‌ডিএফ) হিসেবে শুধুমাত্র ১৫ মা‌র্কিন ডলার দি‌তে হ‌বে যা ভারতীয় পর্যটকদের উপর আরোপিত ফির সমান।


আগে বাংলা‌দে‌শি‌দের ভুটান ভ্রমণে প্রতি‌দিন ২০০ মা‌র্কিন ডলার ফি দেওয়া লাগত।নতুন নীতিমালার আওতায় ১৫ হাজার বাংলাদেশি পর্যটক বার্ষিক ১৫ মার্কিন ডলার কম খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ