ঢাকা | বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি'র অভিযানে ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার
  • আপলোড তারিখঃ 12-12-2024 ইং
শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি'র অভিযানে ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন: শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি'র অভিযানে ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার
বদিউজ্জামান রাজাবাবু,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে ৩৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র সদস্যরা।এসময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।গতকাল বৃহস্পতিবার ১২ ই ডিসেম্বর রাত ৩ টার পর ৫৯ বিজিবি'র অধীনস্থ শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় চোরাকারবারীরা ভারত হতে আনায়নকৃত ফেন্সিডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের সইমুদ্দিন এর বাঁশ বাগানে বস্তায় ভরে জড়ো করে রেখেছে বলে জানায় গোপন সংবাদের ভিত্তিতে।

নায়েক সিগঃ মোঃ নুরুল হোদা এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার অর্ন্তগত শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোঃ সইমুদ্দির এর বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে আনুমানিক ভোর ৪.৩৫ মিনিটে বাঁশ বাগান থেকে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।আটককৃত ফেন্সিডিল জিডি করার জন্য শিবগঞ্জ থানায় জমা করা হবে বলে জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ