ঢাকা | বঙ্গাব্দ

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৪ এ গড় পাসের
  • আপলোড তারিখঃ 15-10-2024 ইং
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ ছবির ক্যাপশন: উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।    

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৪ এ গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮।গতবার এই হার ছিল ৭৮ দশমিক ৬৪।এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।আজ মঙ্গলবার ১৫ ই অক্টোবর সকাল ১১টার দিকে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান এবার কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশিত হয়নি।সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ফল ঘোষণা করেছে।শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফল দেখতে পারবেন।এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। সেখানে পাস করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী।

গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ। তবে গতবছরের চেয়ে এ বছর ৪ দশমিক ৩৪ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে।এবার ভিন্ন এক পরিস্থিতিতে এইচএসসির ফল প্রকাশ করা হচ্ছে।কয়েকটি পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে কয়েক দফায় স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের দাবির মুখে বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়।শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে ফল নির্ধারণের প্রস্তাব দেওয়া হলেও তা পরিমার্জন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ফলে শুধু এসএসসির ফলাফলের ভিত্তিতে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল নির্ধারণ করা হয়েছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ