ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে রোদে শুকাতে দেয়া ককটেল বিস্ফোরণে আহত ১

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হাফিজুর
  • আপলোড তারিখঃ 14-12-2024 ইং
চাঁপাইনবাবগঞ্জে রোদে শুকাতে দেয়া ককটেল বিস্ফোরণে আহত ১ ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জে রোদে শুকাতে দেয়া ককটেল বিস্ফোরণে আহত ১
বদিউজ্জামান রাজাবাবু,করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 
 
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে হাফিজুর রহমান সুরুজ (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে।গতকাল শুক্রবার ১৩ ই ডিসেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত সুরুজ ওই গ্রামের মৃত ভাদু শেখের ছেলে।ঘটনার পর থেকেই পরিবারের অন্য পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন। ককটেল বিস্ফোরণের আলামতও পানি দিয়ে ধুয়ে-মুছে গায়বে করা হয়েছে।

স্থানীয়রা জানায় আহত সুরুজ কিছু ককটেল রোদে শুকানোর জন্য বাড়ির ছাদে ফেলে রাখে।পরে ঐসব ককটেল তিনি সংরক্ষণ করার জন্য ব্যাগে করে নেয়ার চেষ্টা করছিলেন।এ সময় ককটেল বিস্ফোরিত হয়।পরে স্থানীয়রা আহত অবস্থায় সুরুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কিভাবে ককটেল বিস্ফোরণ হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া যায়নি।এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ