ঢাকা | বঙ্গাব্দ

ফেনী রিপোর্টার্স ইউনিটির কমিটির নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি শাহাদাত, সম্পাদক দিদার

ফেনীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন
  • আপলোড তারিখঃ 10-12-2024 ইং
ফেনী রিপোর্টার্স ইউনিটির কমিটির নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি শাহাদাত, সম্পাদক দিদার ছবির ক্যাপশন: ফেনী রিপোর্টার্স ইউনিটির কমিটির নির্বাচন অনুষ্ঠিত,সভাপতি শাহাদাত, সম্পাদক দিদার
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

ফেনীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া-দিগন্তের স্টাফ রিপোর্টার বাসস ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম।

গতকাল মঙ্গলবার ১০ই  ডিসেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার পিপি মেজবাহ উদ্দিন খাঁন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। শাহাদাত হোসেন ৫ম বারের মত সভাপতি ও দিদারুল আলম ২য় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার জানান সবকটি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন প্রধান শিক্ষক আলমগীর চৌধুরী ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন।

কমিটির অন্যরা হলেনঃ-সহ-সভাপতি মোঃ মাঈন উদ্দিন (দৈনিক স্টারলাইন),যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক (ইনকিলাব) ও নুর উল্লাহ কায়সার (বণিক বার্তা),কোষাধ্যক্ষ তোফাফেল আহমদ নিলয় (দেশটিভি/খবরের কাগজ),দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নিহারিকা),প্রচার সম্পাদক আলাউদ্দিন (আমার কাগজ),সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (ঢাকা প্রতিদিন) ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ শফি উল্যাহ রিপন (দেশ রুপান্তর ও ইউএনবি),নির্বাহী সদস্য শুকদেব নাথ তপন (ভোরের কাগজ),আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী),এনামুল হক পাটোয়ারী (নয়াপয়গাম),কিশান মোশাররফ (ফেনীর সময়),নুর তানজিলা রহমান (সাপ্তাহিক স্বদেশ কণ্ঠ)।

ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার ১৫ বছরে পদার্পণ করেছে।২০১০ ইং সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে পেশাগত দক্ষতা বাড়ানো,মর্যাদা প্রতিষ্ঠা করে আসছে সংগঠনটি। বর্তমানে জেলায় পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন এটি। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ