ঢাকা | বঙ্গাব্দ

সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।অদ্য সোমবার
  • আপলোড তারিখঃ 29-07-2024 ইং
সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ছবির ক্যাপশন: সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।


কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।অদ্য সোমবার ২৯ শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন  দেশনেত্রী,জননেত্রী,বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।


মন্ত্রীপরিষদ সচিব বলেন বিধি আকারে যে বিষয়টি আলোচনা হয়েছিল সেটি সভার শুরুতেই হয়েছিল।আপনারা জানেন যে, আমাদের কোটা বিরোধেী আন্দোলন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং অন্যান্য মন্ত্রীরাও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন।সে সব তথ্য পর্যালোচনা ও আলোচনা করে মন্ত্রীসভা দু'টি সিদ্ধান্ত গ্রহণ করেছে।


সিদ্ধান্ত ২ টির একটি হলো-কোটা আন্দোলন নিয়ে যারা হতাহতের ঘটনায় নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন।সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে।আর দ্বিতীয়টি যেটি করা হয়েছে আগামীকাল (মঙ্গলবার) দেশব্যাপী শোক পালন করা হবে।শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে।মসজিদে দোয়া,মন্দির-গীর্জা-প্যাগোডায় প্রার্থনা করা হবে।


কালো ব্যাজ শুধু সাধারণ মানুষ ধারণ করবে না সরকারি অফিসারাও ধারণ করবে- এ বিষয়ে মন্ত্রীপরিষদ সচিব বলেন সকলকে ধারণ করতে বলা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী কতজন মারা যাওয়ার তথ্য জানিয়েছেন- জানতে চাইলে মন্ত্রীপরিষদ সচিব জানান স্বরাষ্ট্রমন্ত্রী কালকে ১৪৭ জনের কথা জানিয়েছিলেন।এরমধ্যে আরও ৩জন যোগ হয়ে মোট ১৫০ জন হয়েছেন। 





নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ