ঢাকা | বঙ্গাব্দ

চিকিৎসাধীন অবস্থায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু

  • আপলোড তারিখঃ 18-05-2024 ইং
চিকিৎসাধীন অবস্থায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু ছবির ক্যাপশন: চিকিৎসাধীন অবস্থায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু

জেলা করেসপন্ডেন্ট,গাজীপুর।


চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মারা গেছেন।মারা যাওয়া হাজতি নীলফামারীর ডোমার থানার মটুকপুর গ্রামের রুমেল হোসেনের মেয়ে আমিনা বেগম (৪০)।কারাগারে তার হাজতি নং-৩৯৪/২৪।গতকাল শনিবার ১৮ ই মে দুপুর আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


কারাগার সূত্রে জানা গেছে মহিলা কারাগারে বন্দি আমিনা বেগমের হঠাৎ বুকে ব্যথা হয়।পরে তাৎক্ষণিক কারাগার থেকে তাকে গাজীপুরের শহীদ  তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান মিয়া বলেন বুকে ব্যথা উঠলে আমিনাকে হাসপাতালে পাঠানো হয়।পরে হাসপাতালে  নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারাবিধি মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 












নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ