ঢাকা | বঙ্গাব্দ

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন
  • আপলোড তারিখঃ 14-11-2024 ইং
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ছবির ক্যাপশন: জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।অদ্য বৃহস্পতিবার ১৪ ই নভেম্বর রাত ৮টার কিছু আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান।এর আগে গত ১১ ই নভেম্বর আজারবাইজান যান ড. মুহাম্মদ ইউনূস।গতকাল বুধবার ১৩ ই নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি।ঐদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই রূদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টাও ছিলেন।

জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান,সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান,পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ,ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো,মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু,বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেচিরোভিচ প্রমুখ সাক্ষাৎ করেছেন।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ