ঢাকা | বঙ্গাব্দ

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আর ও ৬ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪৮ জন

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬
  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং
সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আর ও ৬ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪৮ জন ছবির ক্যাপশন: সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আর ও ৬ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪৮ জন
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।একইসাথে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৪৮ জন।রবিবার ২৭ শে অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন,চট্টগ্রাম বিভাগে ২০৭ জন,ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬০,ঢাকা উত্তর সিটিতে ২৭৮,ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭,খুলনা বিভাগে ১০৭ আক্রান্ত হয়েছেন।

এছাড়াও রংপুর বিভাগে ২৩ জন,ময়মনসিংহ বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।এদিকে গত এক দিনে সারাদেশে ১১৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৬৫০ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৫৬ হাজার ৯১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৭ জনের।এ ছাড়া ও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ