ঢাকা | বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম
  • আপলোড তারিখঃ 31-10-2024 ইং
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ ছবির ক্যাপশন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।অদ্য বৃহস্পতিবার ৩১ শে অক্টোবর সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়।পরীক্ষায় মোট ৬ হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।ফল বিশ্লেষণ করে দেখা যায়,উত্তীর্ণদের মধ্যে চট্টগ্রাম বিভাগের মধ্যে কক্সবাজারে ১৮৫ জন, কুমিল্লায় ৬৪১ জন, চট্টগ্রামে ৮১২ জন,চাঁদপুরে ৩৫৮ জন,নোয়াখালীতে ৩২৮ জন,ফেনীতে ১৩৭ জন,ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪৯ জন এবং লক্ষ্মীপুরে ৩২৭ জন উত্তীর্ণ হয়েছেন। ঢাকা বিভাগের কিশোরগঞ্জে ২৮৮ জন,গাজীপুরে ২৪১ জন,গোপালগঞ্জে ২৫৪ জন,টাঙ্গাইলে ৫৯৭ জন,ঢাকায় ৩০৯ জন,নরসিংদীতে ২৬০ জন,নারায়ণগঞ্জে ১৮৪ জন, ফরিদপুর ২২৭ জন, মাদারীপুর ২০৮ জন,মানিকগঞ্জে ৩০১ জন,মুন্সীগঞ্জে ২২২ জন, রাজবাড়িতে ১০৪ জন ও শরীয়তপুরে ১৯৯ জন।  

গত ২৮ শে মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর (তিন পার্বত্য জেলা ছাড়া) মৌখিক পরীক্ষাসহ নিয়োগপ্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন,আপিল বিভাগ তা খারিজ করে দেন।এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত।অনুসন্ধান করে ৩ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়।

উল্লেখ্য ২০২৩ ইং সালের ১৪ ই জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।গত ২৯ মার্চ এই ২ বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল গত ২১ শেএপ্রিল প্রকাশ করা হয়।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের (৩টি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলা) লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরদিন প্রকাশ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ