মোঃ আব্দুল আওয়াল,রিপোর্টার,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ।
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন ।তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসি হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন।কাজের স্বীকৃতিস্বরুপ গতকাল বৃহস্পতিবার দুপুরে ২৩ শে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাজ্জাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান,বিপিএম (বার),পিপিএম (বার)।
তবে তিনার হাত দিয়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতিমাসে এএসআই,এসআই,ইন্সপেক্টর (তদন্ত),ওসি ও সার্কেল অফিসারদের সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়।গত মাসের কাজের স্বীকৃতিস্বরুপ রাজশাহী রেঞ্জের ৭১টি থানার মধ্যে শিবগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা এবং এ থানার ওসি সাজ্জাদ হোসেন'কে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুষ্কার প্রদান করা হয়েছে।এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম পিপিএম।
এদিকে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে এক প্রতিক্রিয়ায় শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন এ অর্জন শিবগঞ্জ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের।আমরা টিমওয়ার্ক হিসেবে কাজ করি। এ পুরস্কার আমাদের মাদকনিয়ন্ত্রণ এবং অপরাধ দমনসহ সার্বিক কর্মকান্ডে আরও উৎসাহিত করবে।
এই নিয়ে ৩য় বার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসির গৌরব অর্জন করলেন।ইতি মধ্যে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন একজন সৎ,কর্মঠ এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এনিয়ে মানবিকতার ছুঁয়ায় ভাসছেন,তবে তিনি ঔ থানায় যোগদানের পর-পর থেকেই আস্থা খুজে পেয়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ দমন হয়েছে সকল দুর্নীতি অপরাধ কর্মকাণ্ডের সীমাহীন সভ্যতা,এনিয়ে কাজ করে যাচ্ছেন সাধারণ জনগণের মঙ্গলের উদ্দেশ্যে সদা সর্বদাই। হাঁসি মুখে ঘরে ফিরে জেতে দেখা গেছে ঔ থানার লোকজনদেরকে।