ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে মামুন (৩২) নামে একজন
  • আপলোড তারিখঃ 06-09-2024 ইং
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে একজনের মৃত্যু ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে একজনের মৃত্যু
বদিউজ্জামান রাজাবাবু,করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে মামুন (৩২) নামে একজন ডুবে মৃত্যু হয়েছে।অদ্য শুক্রবার দুপুর ১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের  ভোলাহাট উপজেলার যাদুনগর এলাকার মহানন্দা নদীতে ডুবে তার মৃত্যু হয়।মারা যাওয়া মামুন ওই গ্রামের সান্টুর ছেলে।ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইকবাল পাশা ও উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মোঃ ফরিদ উদ্দিন জানান মামুন এক জন মৃগি রোগী।

দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যান।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।পরে স্থানীয় লোকজন ও  ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎক মামুনকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি তদন্ত।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ