ঢাকা | বঙ্গাব্দ

সড়কে চাতাল,ঘটছে দূর্ঘটনা

  • আপলোড তারিখঃ 07-06-2024 ইং
সড়কে চাতাল,ঘটছে দূর্ঘটনা ছবির ক্যাপশন: সড়কে চাতাল,ঘটছে দূর্ঘটনা

মোঃ কাজল সরকার,প্রতিনিধি বদরগঞ্জ রংপুর। 


রংপুরে বদরগঞ্জ উপজেলা জুড়ে পাকা রাস্তায় চাতাল বানিয়ে ধান ও খড় শুকাচ্ছে,ফলে প্রতি নিয়তে ছোট বড় দূর্ঘটনায় কবলে পড়ছে বিভিন্ন যানবাহন।গত সোমবার সকালে উপজেলা শ্যামপুর যেতে পুরো রাস্তায় ধান ও খড় শুকাতে দেখা গেছে স্থানীয়দের।এর উপর দিয়ে ছোট বড় যানবাহন চলাচল করলে অধিকাংশ যানবাহন স্লিপ কেটে দুর্ঘটনার শিকার হয়।বিশেষ করে মোটরসাইকেল চালকরা দূর্ঘটনায় শিকার হচ্ছেন।গত এক সপ্তাহে চার জন মোটরসাইকেল চালক আরোহী দুর্ঘটনায় পড়ে শরীরে বিভিন্ন অংশে জখম হয়।এছাড়াও যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়।


গত সোমবার সকালে শ্যামপুর এলাকা থেকে মোটরসাইকেল যোগে বদরগঞ্জে আসার পথে সাকোয়াপাড়া এলাকায়  তরুণ এক এ্যাডভোকেট পিছলে পড়ে যায় দুর্ঘটনার শিকার হয়।ফলে তার হাতের কনুই আঘাত পায়।এছাড়াও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সজীবুর রহমান নামে এক মোটরসাইকেল চালক বলেনভাই আমি এই সড়ক দিয়ে গোপালপুর যাওয়ার সময় সড়কে ধান ও খড় শুকার কারনে গাড়ির গতি একেবারে কমে দিয়ে চলাচল করি।এতে আমার জরুরী কাজ ও সময় নষ্ট হয়।


সড়কে ধান শুকানো এক কৃষক বলেন ভাই আমরা প্রান্তিক কৃষক বাড়িতে ধান খড় শুকাতে জায়গা না থাকায় বাধ্য হয়ে বাড়ির পাশে পাকা রাস্তায় শুকাতে হয়।এরকম চিত্র উপজেলা দশটি ইউনিয়ন বিভিন্ন গ্রামীন পাকা সড়কে  এ ধরনের ছোট বড় দুর্ঘটনার খবর পাওয়া গেছে।বদরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বিমুলেন্দ সরকার বলেন আমাদের নিজেদের আগে সুন্দর  মানসিকতা  তৈরি করতে হবে।জন-সাধারণের চলাচল করতে সমস্যা হয় এমন কাজ করা যাবে না।তাই আমি উপজেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি জরুরি ভাবে বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে জরিমানা করার জন্য। তাহলে হয়তো সড়ক ধান ও খড় শুকানো প্রবনতা কমে আসবে।


বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা(ইউএনও) নাজির হোসেন বলেন এটা খুব অমানবিক কাজ সড়কে ধান খড় শুকানো। জন-সাধারণের চলাচল করতে যেন সমস্যা না হয় সেজন্য খুব শীঘ্রই উপজেলায় সব সড়কে অভিযান চালানো হবে। 




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ