বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্যারিসের অলিম্পিক থেকে দেশে ফিরেছেন।অদ্য বৃহস্পতিবার ৮ ই .আগস্ট দুপুর ২টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।এর আগে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বুধবার ৭ ই আগস্ট দেশের উদ্দেশে রওনা হন তিনি।সরেজমিনে দেখা যায় ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে কঠোর নিরাপত্তার চাদরে ডেকে ফেলেছে সেনাবাহিনী।এছাড়াও আনসার,বিমানবন্দর নিরাপত্তা রক্ষীদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূিসকে স্বাগত জানাতে ইতিমধ্যে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন সেনা,নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।এছাড়াও উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।যেখানে আরও আছে বিশিষ্ট নাগরিক ব্যক্তিত্ব।অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবেন।তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সাথে দায়িত্ব নেবেন,নাকি পরে দায়িত্ব নেবেন,তা এখনো চূড়ান্ত হয়নি।
.
সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ।শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ ই আগস্ট দুপুরে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার বিদায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়।আওয়ামী লীগ সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে গেছে।আজ অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধানজেনারেল ওয়াকার-উজ-জামান।