ঢাকা | বঙ্গাব্দ

দহগ্রাম শূন্যরেখায় বেড়া নির্মাণের চেষ্টা,বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার
  • আপলোড তারিখঃ 22-08-2024 ইং
দহগ্রাম শূন্যরেখায় বেড়া নির্মাণের চেষ্টা,বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ ছবির ক্যাপশন: দহগ্রাম শূন্যরেখায় বেড়া নির্মাণের চেষ্টা,বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ,লালমনিরহাট। 

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  (বিএসএফ) বিরুদ্ধে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে পিছু হটেছে বিএসএফ।এ অবস্থায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
অদ্য ২২ শে আগস্ট দুপুরের দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে বিএসএফ পূর্বানুমতি ছাড়া বেড়া নির্মাণের চেষ্টা করে।

বিজিবি ও সীমান্তবাসীরা জানান  বেলা ১১টার দিকে নিজেদের ভু-খণ্ডের বাইরে এসে হাড়িপাড়া সীমান্তের ৮ নম্বর আন্তর্জাতিক পিলারের ২৩ থেকে ২৬ নম্বর সাব-পিলার অংশে শুন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) বরাবর আকস্মিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ।বিষয়টি নজরে এলে বিজিবি তাদের বাধা দেয়।

এসময় স্থানীয় কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। এ অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক নজরদারি করা হচ্ছে।অপরদিকে ভারতের অংশেও অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে সীমান্তের জিরো লাইন বরাবর ভারতীয় শ্রমিকরা গর্ত করে লোহার পিলার বসিয়ে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করে।এর কিছুটা দূরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে টহল শুরু করে। এসময় সেখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিএসএফ সদস্যকে দেখা যায়।এসময় গ্রামবাসী ও বিজিবি সদস্যরা বাধা দিলে কাজ বন্ধ রেখে ভারতীয়রা পিছু হটে।  

কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রয়েছে জানিয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবি বাধা দিয়ে পতাকা বৈঠকের দাবি জানায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকেও নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।সীমান্তে টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ