ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে স্বেচ্ছায় রক্তদাতাদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট, স্বেচ্ছায়, রক্ত,দাতা, হয়রানি, প্রতিবাদ, মানববন্ধন
  • আপলোড তারিখঃ 12-06-2024 ইং
লালমনিরহাটে স্বেচ্ছায় রক্তদাতাদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন: লালমনিরহাটে স্বেচ্ছায় রক্তদাতাদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।


লালমনিরহাট ১০০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদাতাদের হয়রানি ও দায়িত্বে অবহেলা করে রক্ত নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।লালমনিরহাট জেলায় স্বেচ্ছায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের আয়োজনে জাকির হোসেন রাজ এর সঞ্চালনায় ১২ ই জুন হাসপাতালের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ লালমনিরহাটের সদস্য সচিব নাঈম রহমান,আহবায়ক  আল আমিন হাসান শুভ,সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য শহীদ ইসলাম সুজন আর ও বক্তব্য রাখেন সোহেল রানা,রমজান,নাহিদ,সৌরভ,মাসুদ পারভেজ,শাহিন আলম,ভুক্তভূগী রক্তদাতা রশিদুল ইসলাম,সাংবাদিক মহাসিন ইসলাম শাওন প্রমুখ।


এ সময় লালমনিরহাট জেলার সকল স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন এর সদস্যবৃন্দ এবং রক্তদাতারা উপস্থিত ছিলেন।বক্তরা বলেন আমরা যখন এখানে রক্তদিতে আসি তখন দায়িত্বরত ব্যক্তিগণ ক্রোসমেচিং রিপোর্টের  জন্য নির্দিষ্ট  ফি এর  বাহিরে অতিরিক্ত টাকা  নিচ্ছে।আমরা সরকারি যে ফি দেই তার কোন রশীদ তারা  দিতে চায়না। অস্বাস্থ্যকর পরিবেশে রক্ত নেওয়া হয়।দায়িত্বরত ব্যক্তি অকারণে কালক্ষেপণ করেন।অদক্ষ ব্যক্তিকে দিয়ে রক্ত নেওয়ার ও অবহেলার কারণে রক্তের ব্যাগ ফেটে রক্ত নষ্ট হয়। আমরা অনেকবার মৌখিকভাবে কর্তৃপক্ষকে অবগত করেছি এবং আমরা সিভিল সার্জন কে স্বারকলিপি দিয়েও কোন প্রকার পদক্ষেপ নিতে দেখা যায়নি জেলা স্বাস্থ্য বিভাগকে।


বক্তরা আরও বলেন যদি আগামী ৩দিনের মধ্যে আমরা দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়া না হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলন করব।সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ,লালমনিরহাটের সাবেক সভাপতি খাইরুল কবির এর সভাপতিত্বে মানববন্ধন শেষে রক্তদাতাদের একটি প্রতিনিধিদল ১০০শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালের তত্বাবধায়কের নিকট স্মারকলিপি প্রদান করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ