ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে প্রশাসক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হুমায়রার মত বিনিময় সভা

চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে প্রশাসক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হিসেবে
  • আপলোড তারিখঃ 30-09-2024 ইং
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে প্রশাসক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হুমায়রার মত বিনিময় সভা ছবির ক্যাপশন: চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় শেষে প্রশাসক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হুমায়রা
সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর।   

চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে প্রশাসক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী  হুমায়রাকে নিয়োগ দেয়া হয়েছে।গতকাল ৩০ শে সেপ্টেম্বর সকাল ১১ টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় অবস্হিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ উপস্থিত হলে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া,সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ। প্রশাসক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হুমায়রা হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মত-বিনিময় সভায় মিলিত হন।মত-বিনিময় সভায় কাজী হুমায়রা সাংবাদিকদের জানান ১লা অক্টেবর থেকে চাঁদপুর হোমিওপ্যাথিক কলেজ স্বাভাবিক নিয়মে চলবে।অচিরেই একটি কলেজ পরিচালনা এডহক কমিটি গঠন করা হবে।

এ সময় তিনি প্রতিষ্ঠানের আসবাবপত্র সিজারলিষ্ট করেন।এছাড়াও তিনি কলেজের বিদ্যমান সকল বিষয়ে সংস্কারের ঘোষণা দেন।এ সময় কলেজ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আবদুল বাসেত,ডাঃ আবুল বাসার,ডাঃ ফরিদ আহমেদ,ডাঃ তাজুল ইসলাম,ডাঃ জুয়েল মাহমুদ,ডাঃ মোঃ নাছরুল্লাহ, ডাঃ মোঃ শামসুজ্জামান,ডাঃ খোদেজা আক্তার,ডাঃ গোলাম সরোয়ার,ডাঃ নুরুল আলম,ডাঃ রাসেল তানভীর,ডাঃ নাজভীন সুলতানা,ডাঃ মোঃ ইয়াছিন,ডাঃ বিলকিস আক্তার,ডাঃ ফাতেমা আক্তার,ডাঃ নাছরিন সুলতানা, ডাঃ মোহাম্মদ আলতাফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে দীর্ঘদিন যাবৎ অধ্যক্ষ নিয়ে দ্বন্দ,অনিয়ম,দুনীতি,সেচ্ছাচারিতা,অর্থ কেলেঙ্কারি নানা বিষয়ে অচলাবস্থা কারণে কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে।অবশেষে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে কলেজে প্রশাসক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী হুমায়রা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ