ঢাকা | বঙ্গাব্দ

ফুর্তির টাকা জোগাড় করতে বন্ধুর গলাকেটে অটো-রিকসা ছিনতাই

ফুর্তি, টাকা ,জোগাড় ,করতে, বন্ধু,গলা,কেটে, অটো,রিকসা, ছিনতাই,অপরাধ
  • আপলোড তারিখঃ 19-06-2024 ইং
ফুর্তির টাকা জোগাড় করতে বন্ধুর গলাকেটে অটো-রিকসা ছিনতাই ছবির ক্যাপশন: ফুর্তির টাকা জোগাড় করতে বন্ধুর গলাকেটে অটো-রিকসা ছিনতাই

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।


ঈদে আনন্দের জন্য ফুর্তির টাকা জোগাড় করতে বন্ধুর গলাকেটে অটো-রিকসা ছিনতাই করেছে বন্ধুরা।এ ঘটনায় জড়িত ৪জন'কে গ্রেফতার করেছে পুলিশ।গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ভুক্তভোগী অটো-রিকসা চালক শাওন (২০)।গত বুধবার ১২ ই জুন রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের স্বপ্নধারা মডেল টাউনে ঘটনাটি ঘটে বলে গণ-মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।


পুলিশ জানায় ঘটনার দিন রাতে ৯৯৯ নাইনে ফোন পেয়ে  গলাকাটা অবস্থায় ১জনের নিথর দেহ উদ্ধার করে তাঁরা।দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর পরে চিকিৎসক জানান ঐ কিশোর তখনও বেঁচে আছে।তবে তার অবস্থা সংকটাপন্ন।এ ঘটনায় ভুক্তভোগী শাওনের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।


মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ভুক্তভোগী শাওনের অটোরিকসা ছিনিয়ে নিতে গিয়ে দুর্বৃত্তরা তাকে জবাই করে মৃত ভেবে পালিয়ে গেছে।তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ একে একে ৪জন'কে গ্রেফতার করেছে।মোঃ আসাদুজ্জামান জানান জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানিয়েছেন তাঁরা "হ্যাঁচকা গ্রুপ" নামে একটি কিশোর গ্যাং এর সদস্য।তাদের লিডার শাকিল ওরফে হ্যাচকা শাকিল।ভুক্তভোগী শাওন তাদেরই বন্ধু।ঈদের সময় আনন্দ ফুর্তির জন্য তাদের দরকার ছিল টাকা।৪ বন্ধু মিলে শাওনের অটোরিকসা'টি ছিনতাইয়ের পরিকল্পনা করে।রাতে শাওনের অটো-রিকসা'টি ভাড়া করে তারা ঘুরতে যায় স্বপ্নধারা মডেল টাউনে।নির্জন এলাকায় নিয়ে ৪ জন মিলে শাওন'কে জবাই করে।মারা গেছে ভেবে তার দেহ ফেলে রেখে তাঁরা অটোরিকসা নিয়ে পালিয়ে যায়।


এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীরা হলো হ্যাঁচকা গ্রুপের প্রধান শাকিল আহমেদ ওরফে হ্যাঁচকা শাকিল (২০),সজীব মিয়া (২১),আলমগীর হোসেন (২০) ও আনন্দ (২০)।









নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ