সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,
করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর।
জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফ্রি-মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।গতকাল ২৭ শে অক্টোবর রবিবার দুপুরে ঐতিহ্যবাহী মেহার কালীবাড়ি মাঠে বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়।শাহরাস্তি উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলী আজগর মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মুমিনুল হক।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ সাইফুল ইসলাম শামীম,ডাঃ মোহাম্মদ নুরুননবী, ডাঃ খালিদুর রহমান জিহাদ,ডাঃ শাওন ও ডাঃ দীপক সহ বিশেষজ্ঞ চিকিৎসকগন ২ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে শাহরাস্তি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ শাহেদুল হক মজুমদার সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন,পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, মমতাজ উদ্দিন,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোঃ বেলায়েত হোসেন সেলিম, যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান,পৌর বিএনপি'র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ,পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হাসান বাবলু, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম,সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিঃ এবি এম পলাশ,সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন,পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক,যুব নেতা মোঃ আজগর হোসেন মোল্লা, মোঃ আদনান নোমান,আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি,যুবদল, ছাএদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।