জেলা করেসপন্ডেন্ট,কুমিল্লা।
কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গা যুবককে জন্ম সনদ প্রদানের অভিযোগে সদর ইউনিয়ন পরিষদের সচিব ইসমাইল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল বৃহস্পতিবার ২০ শে জুন সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের নিমাইকান্দি এলাকা থেকে তাকে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল।ইউপি সচিব ইসমাইল কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার গুনানন্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
তথ্যসূত্র জানা যায় চলতি বছরের ১৫ ই ফেব্রুয়ারি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের ভূয়া পরিচয়ে জন্ম নিবন্ধন বানিয়ে পাসর্পোট করতে আসে ইয়াছিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবক।সন্দেহ হলে কর্মকর্তাদের হাতে আটক হয় ওই যুবক।তারপর পাসর্পোট অফিসের কর্মকর্তারা রোহিঙ্গা যুবককে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন।পরে এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা হয়।
আটকের বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন দেয়ার মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইউপি সচিব ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে।অদ্য শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।