ফারুক আহমেদ সূর্য জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রবিবার ২৩ শে জুন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান,স্থানীয় সাংসদের সহোদর ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ এর নেতৃত্বে তার অনুসারীরা নানা কর্মসুচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন।গতকাল রবিবার বিকেলে দু'বারের সাবেক চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুজ্জামান আহমেদ অনুসারীরা কালীগঞ্জ থানা গেটের সম্মুখে আহমেদ স্কয়ারে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।সভায় বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা,জেলা বাস্তুহারা লীগের সভাপতি চাষী জহির রায়হান,লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজিদ মাহবুব (মেলভীন),উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, নূর আলমগীর অনু প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।এতে প্রায় ৫ শতাধিক তৃনমুলের কর্মী সমর্থকেরা অংশ নেয়।আলোচনা সভায় বক্তারা স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের ভুমিকা ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।