মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,করেসপন্ডেন্ট,সদর,রংপুর।
রংপুর কোতয়ালী সদর থানায় দীর্ঘদিন দায়িত্ব পালনকারী পুলিশ এক জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।গতকাল কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জের কক্ষে এসআই জনাব মোঃ আহসান হাবিব এর বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়।বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র রংপুর কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ বজলুর রশিদ।বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র থানার তদন্ত ওসি জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক।উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এস আই ডেবিট বরমা।বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ চন্দ্র রায় সভাপতি,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর সদর সহ কোতয়ালী থানার সকল পুলিশ সদস্য গন।
অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বলেন চাকুরি জীবনে বিদায় আসবেই,এসআই জনাব মোঃ আহসান হাবিব ছিলেন রংপুর কোতয়ালী সদর থানার সাহসী ও পরিশ্রমি অফিসার,তাদের মতো অফিসার পুলিশের জন্য সুনাম বয়ে আনতে পারে উল্লেখ করে নতুন কর্মস্থলে তারা যেনো আরও ভালভাবে দায়িত্ব পালন করতে পারে সেই কামনা করছি।বিদায়ী অনুষ্ঠানে রংপুর কোতয়ালী সদর থানা পুলিশ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।