ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে চিরকুট লিখে আঁখি মনি (১৮) নামে প্রবাসীর স্ত্রী'র গলায় ফাঁস আত্মহত্যা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চিরকুট লিখে আঁখি মনি (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।অদ্য শনিবার সকালে উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী পশ্চিম পাড়ায় শশুর বাড়িতে গলায় ফাঁস
  • আপলোড তারিখঃ 06-07-2024 ইং
লালমনিরহাটে চিরকুট লিখে আঁখি মনি (১৮) নামে প্রবাসীর স্ত্রী'র গলায় ফাঁস আত্মহত্যা ছবির ক্যাপশন: লালমনিরহাটে চিরকুট লিখে আঁখি মনি (১৮) নামে প্রবাসীর স্ত্রী'র গলায় ফাঁস আত্মহত্যা

ফারুক আহমেদ সূর্য, জেলা ককরেসপন্ডেন্ট  লালমনিরহাট।


লালমনিরহাটের আদিতমারী উপজেলায়  চিরকুট লিখে আঁখি মনি (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।অদ্য শনিবার সকালে উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী পশ্চিম পাড়ায় শশুর বাড়িতে গলায় ফাঁস দেয়।পরে শ্বশুর বাড়ির লোকজন উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।আঁখি মনি সদর উপজেলার বত্রিশ হাজারী এলাকার আইনুল হকের মেয়ে ও আদিতমারী এলাকার (অবসর প্রাপ্ত) ফায়ার সার্ভিস সদস্য নুর মোহাম্মদ এর পূত্রবধু।


পারিবারিক সূত্রে জানা যায় লালমনিরহাটের আদিতমারী পশ্চিম পাড়া এলাকার সৌদি প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে ১০মাস আগে মোবাইলে বিয়ে হয় আঁখি মনির।বিয়ের পর থেকে আঁখি মনি শ্বশুর বাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আঁখি।শনিবার সকালে আঁখির ঘুম থেকে উঠতে দেরি দেখে স্বজনরা ডাকাডাকি শুরু করেন। পরে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে রুমে ঢুকে ঘরের আড়ার সঙ্গে আঁখির শরীর ঝুলতে দেখেন তারা।


পরিবারের ধারণা আঁখি আত্মহত্যা করেছেন।তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি কেউ।আঁখির বাবা আইনুল হক জানান যৌতুকের টাকার জন্য আমার মেয়ে'কে আমার বাড়িতে যেতে দেওয়া হতো না।গতকাল রাতে আমার স্ত্রী'কে আমার মেয়ে ফোন করে বলেছিলো তাকে নিয়ে যেতে।সকালে স্বামীর পরিবারে পক্ষ থেকে জানানে হয় আঁখি আত্মহত্যা করেছে।এটি আত্মহত্যা নয় বলেও জানান তিনি।আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন-নবী বলেন খবর পেয়ে আঁখিকে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে বলে জানান।







নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ