ঢাকা | বঙ্গাব্দ

চুক্তিতে নিয়োগ পাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব নিয়োগ

চুক্তিতে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে চুক্তিতে সচিব হিসেবে নিয়োগের
  • আপলোড তারিখঃ 18-08-2024 ইং
চুক্তিতে নিয়োগ পাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব নিয়োগ ছবির ক্যাপশন: চুক্তিতে নিয়োগ পাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব নিয়োগ (ফাইল ছবি)
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

চুক্তিতে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে চুক্তিতে সচিব হিসেবে নিয়োগের একদিন পর তাদের পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।অদ্য রবিবার ১৮ ই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়।এর আগে শনিবার জন-প্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ড.শেখ আব্দুর রশিদ,রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ড.নাসিমুল গনি,রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব মোঃ এহছানুল হক,জন-নিরাপত্তা বিভাগের সচিব ড.মোহাম্মদ আব্দুল মোমেনকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয় চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ৫জন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো।জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 







নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ