বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
চুক্তিতে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে চুক্তিতে সচিব হিসেবে নিয়োগের একদিন পর তাদের পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।অদ্য রবিবার ১৮ ই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়।এর আগে শনিবার জন-প্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ড.শেখ আব্দুর রশিদ,রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ড.নাসিমুল গনি,রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব মোঃ এহছানুল হক,জন-নিরাপত্তা বিভাগের সচিব ড.মোহাম্মদ আব্দুল মোমেনকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয় চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ৫জন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো।জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।