ঢাকা | বঙ্গাব্দ

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫
  • আপলোড তারিখঃ 17-11-2024 ইং
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা ছবির ক্যাপশন: সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়নের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।দাবি আদায়ে ২৪ শে নভেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণাও দিয়েছেন তারা।আজ রবিবার ১৭ ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সাংবাদিক সমিতির কক্ষে  এ আল্টিমেটাম দেন তারা।প্রায় ১২ বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজপথে আন্দোলন করে আসছে চাকরি প্রত্যাশীরা।এরই প্রেক্ষিতে গত ৩০ শে সেপ্টেম্বর  অন্তর্বর্তী সরকার বয়স ৩৫ করার পক্ষে একটি সুপারিশ কমিটি গঠন করে।ঐ কমিটি ৭ কর্ম-দিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে উপদেষ্টা কমিটিতে পাঠায়।এরপর গত ২৪ অক্টোবর কমিটির সিদ্ধান্ত হয় বয়সসীমা ৩২ ও বিসিএসে সর্বোচ্চ তিন বার অংশগ্রহণ করার।পরে দাবির মুখে ৩১ শে অক্টোবর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বয়সসীমা ৩২ ও বিসিএসে ৪ বার অংশগ্রহণের সিদ্ধান্ত হয়।

এদিকে এ সিদ্ধান্ত ৩৫ প্রত্যাশীদের সাথে একটি প্রহসন বলে মনে করেন আন্দোলনকারীরা।তারা বলছেন যেহেতু সরকার বিসিএসের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে,তাই তারা আশা করেন বয়সের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করে আগামী ১ সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ