মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,করেসপন্ডেন্ট,সদর,রংপুর।
রংপুর সদর উপজেলার পরিষদের প্রথম বারের মত বিপুল ভোটে চেয়ারম্যান নিবার্চিত হলেন জনাব মোঃ ইকবাল হোসেন।উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন'কে দৈনিক নাসা নিউজ (রংপুর সদর প্রতিনিধি) মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী (সাংবাদিক) ও দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকা রংপুর (পাগলাপীর রংপুর প্রতিনিধি) মোঃ আব্দুর রহিম (সাংবাদিক) এর পক্ষে থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সাংবাদিকবে বলেন রংপুর সদর উপজেলার মানুষ আমাকে ভালোবাসে।তারা নিজেদের আমানত ভোট দিয়ে প্রথম বারের মত আমাকে বিজয়ী করেছে।আমি যে ভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করবো।এ জয় আমার একার নয়, এই জয় রংপুর সদর উপজেলা বাসীর।এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।