বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
এবারের বন্যার মূল কারণ হলো পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যর দায়িত্বহীনতা ও খামখেয়ালির জন্য বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে।তারা পানি বাঁধ খুলে দিলেও আগাম কোন সতর্কতা দেয়নি।বাংলাদেশ কোন প্রস্তুতির কোন সুযোগ পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।অদ্য শুক্রবার ২৩ ই আগষ্ট রাতে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান।ভিডিও বার্তায় তারেক রহমান বলেন হঠাৎ করে দেশের পূর্বাঞ্চলে,বিশেষ উত্তর পূর্বাঞ্চলে ও দক্ষিন পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।
তারেক রহমান বলেন বন্যায় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে।দেশে সৃষ্ট বন্যা অভ্যন্তরীণ কোন বিষয় নয়।বন্যা কবলিত এলাকায় লাগাতার ভারি বৃষ্টিতে এই বন্যা হয়নি।এবারের বন্যার মূল কারণ হলো পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যর দায়িত্বহীনতা ও খামখেয়ালির কারণে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে।তারা পানি বাঁধ খুলে দিলেও আগাম কোন সতর্কতা দেয়নি।বাংলাদেশ কোন প্রস্তুতির কোন সুযোগ পায়নি।
তারেক রহমান আরও বলেন বন্যায় পানিবন্দি হয়ে লাখ লাখ মানুষ নিদারুণ কষ্টে জীবন যাপন করছে।এমন পরিস্থিতে আপাতত অভিযোগ পালটা অভিযোগের সময় এখন নেই।বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকায় মানুষের সম্পদ ও জীবন রক্ষা করা প্রধান অগ্রাধিকার।বন্যা পরিস্থিতিতে যেসব এলাকায় বন্যা হয়নি তারা বন্যা কবলিয় এলাকায় খাদ্য,চিকিৎসা সামগ্রী নিয়ে নিয়ে তাদের পাশে দাঁড়ান।নেতাকর্মীদের সতর্কতা জানিয়ে তারেক রহমান বলেন দেশে ছেড়ে পালিয়ে বিতাড়িত সরকার মানুষে মানুষে বিরোধ সৃষ্টি করবে।আপনারা বন্যার্তদের ত্রাণ দেওয়া ক্ষেত্রে দলীয় বা ধর্মীয় পরিচয় প্রধান্য দিবেন না। কে কোন দল দল করছে তা ভুলে যান।ব্যাক্তিগত ও দলীয়ভাবে সরকারকে সহযোগিতা করুন।