ঢাকা | বঙ্গাব্দ

কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবে সরকার

আইনমন্ত্রী আনিসুল হক বললেন কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবে সরকার।অদ্য বৃহস্পতিবার ১৮ ই জুলাই গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।আইনমন্ত্রী
  • আপলোড তারিখঃ 18-07-2024 ইং
কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবে সরকার ছবির ক্যাপশন: কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবে সরকার

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।


আইনমন্ত্রী আনিসুল হক বললেন কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবে সরকার।অদ্য বৃহস্পতিবার ১৮ ই জুলাইগণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।আইনমন্ত্রী বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন,তখন এ আলোচনা হবে।এই আলোচনার জন্য দু'জন মন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে।


আনিসুল হক জানান তাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।আইনমন্ত্রী বলেন শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ৬জন নিহত হয়েছেন।এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


উল্লেখ্য চলমান কোটা সংস্কার আন্দোলন গত সোমবার ১৬ ই জুলাই বেশ সহিংস রূপ নেয়।এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধীদের তুমুল সংঘর্ষ হয়।এতে উভয়পক্ষের তিনশর মতো শিক্ষার্থী আহত হয়।বিশেষ করে গতকাল কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশের পরিস্থিতি ছিল বেশি উত্তপ্ত।




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ