ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরে ৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি বন্ধ করতে চাঁদপুর জেলা প্রশাসন
  • আপলোড তারিখঃ 04-11-2024 ইং
চাঁদপুরে ৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ  ও জরিমানা ছবির ক্যাপশন: চাঁদপুরে ৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি বন্ধ করতে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।অভিযানের সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অদ্য সোমবার ৪ ঠা নভেম্বর বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।অভিযানে শহরের ওয়্যারলেছ বাজারের মেসার্স তিশা স্টোরে নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।

এ সময় পলিথিন জব্দের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা আদায় করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নান,পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া,ক্যাশিয়ার মোঃ গিয়াস উদ্দিন এবং চাঁদপুর পুলিশ লাইন্সের একদল পুলিশ।পরিবেশ অধিদফতার চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান নিষিদ্ধ পলিথিনের উৎপাদন,বিক্রি,মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ