ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহের শৈলকুপায় রানা হামিদ (২৩) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা হামিদ (২৩) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে
  • আপলোড তারিখঃ 25-07-2024 ইং
ঝিনাইদহের শৈলকুপায় রানা হামিদ (২৩) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন: ঝিনাইদহের শৈলকুপায় রানা হামিদ (২৩) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা (সংগ্রহিত)

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।


ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা হামিদ (২৩) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।গতকাল বুধবার ২৪ শে জুলাই বিকেলে উপজেলার কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রানা হামিদ একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানায় কাশিনাথপুর গ্রামের কলেজছাত্র রানা হামিদ দুপুরে লাঙ্গলবার বাজার থেকে বাড়ি ফিরছিলেন।পথে প্রতিপক্ষরা তাকে ধাওয়া করে।এসময় প্রাণ ভয়ে গ্রামের এক নারীর বাড়িতে আশ্রয় নেন রানা।সেখানেও হামলা চালায় প্রতিপক্ষরা।একপর্যায়ে ঘরের তালা ভেঙ্গে রানাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রেখে যায় হামলাকারীরা।পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।


স্বজনদের অভিযোগ গত সোমবার রাতে উপজেলার বন্দেখালী গ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।এ ঘটনার জেরে মতিয়ার রহমানের সমর্থকরা রানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ তাদের।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ