ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে জেলা ইজতেমা শুরু, কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণ

লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে কালেক্টরেট
  • আপলোড তারিখঃ 04-10-2024 ইং
লালমনিরহাটে জেলা ইজতেমা শুরু, কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণ ছবির ক্যাপশন: লালমনিরহাটে জেলা ইজতেমা শুরু, কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণ
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।  

লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে কালেক্টরেট মাঠে। দেশ-বিদেশের বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানেরা এতে যোগ দিয়েছেন।ইজতেমায় মুসুল্লিদের স্বাস্থ্যসেবা দিতে মেরিন'স বাংলাদেশের আয়োজনে এবং যমুনা ক্লিনিকের সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। 

সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমান,জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মমিনুল হক,পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন,যমুনা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।ইজতেমার শেষ দিন পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ